News71.com
 Bangladesh
 26 Jun 16, 11:21 AM
 445           
 0
 26 Jun 16, 11:21 AM

আজ থেকে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু ।।

আজ থেকে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু ।।

নিউজ ডেস্কঃ দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম নদীপথ। ঈদে এই পথ দিয়ে বাড়ি ফেরার জন্য আজ থেকে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। লঞ্চে কেবল কেবিনের অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। তবে সাধারণ আসনগুলোর টিকিট অগ্রিম বিক্রি করা হবে না ।

ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী লঞ্চগুলোতে প্রায় ১৫০ থেকে ১৮০টি কেবিন রয়েছে। তাছাড়া ঢাকা-চাঁদপুরসহ অন্য সকল রুটের লঞ্চে কেবিন রয়েছে ৮০ থেকে ১২০টি। সদরঘাট নদীবন্দর সূত্রে জানা গেছে, এসি কেবিন (ডাবল) ১ হাজার ৮০০ টাকা, ননএসি কেবিন (ডাবল) ১ হাজার ৬০০ টাকা, এসি কেবিন (সিঙ্গেল) ১ হাজার টাকা এবং ননএসি সিঙ্গেল কেবিনের ভাড়া ৮৫০ টাকা। আর বর্তমানে ঢাকা-বরিশাল রুটের লঞ্চে ডেকের ভাড়া ১৫০ টাকা। এছাড়া ঢাকা-হুলারহাট রুটে ডেকের ভাড়া ২৫০ টাকা। কেবিন (ডাবল) ১ হাজার ৮০০ টাকা এবং সিঙ্গেল কেবিনের ভাড়া ১ হাজার টাকা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন