News71.com
 Bangladesh
 26 Jun 16, 11:14 AM
 553           
 0
 26 Jun 16, 11:14 AM

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচা ও চাচাতো ভাইয়ের হতে যুবক খুন

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচা ও চাচাতো ভাইয়ের হতে যুবক খুন

নিউজ ডেস্ক: মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচা ও চাচাতো ভাইয়ের হতে খুন হয়েছে অপর চাচাতো ভাই। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চাচা খলিল বেপারীকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে সাদ্দাম বেপারী (৩২) নামে এ যুবককে পিটিয়ে হত্যা করা হয়। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য চাচা খলিল বেপারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের সাদ্দাম বেপারীর সঙ্গে দীর্ঘদিন ধরে চাচা খলিল বেপারীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে রাতে স্থানীয়রা শালিস-বৈঠকে বসেন।

এ সময় উভয় পক্ষের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি। এরপর চাচা খলিল বেপারী ও তার ছেলে টিপু সাদ্দাম বেপারীকে পিটিয়ে আহত করে। পরে গুরুতর অবস্থায় সাদ্দামকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন