News71.com
 Bangladesh
 26 Jun 16, 11:09 AM
 417           
 0
 26 Jun 16, 11:09 AM

নাটোরে বন্ধুর বাড়ী বেড়াতে গিয়ে যুবক খুন  

নাটোরে বন্ধুর বাড়ী বেড়াতে গিয়ে যুবক খুন   

নিউজ ডেস্ক: নাটোরের লালপুর উপজেলায় বেড়াতে গিয়ে জুয়েল (৩২) নামের এক যুবক খুন হয়েছেন। আজ(২৬জুন) রবিবার সকাল ৮টার দিকে নছিরার বিলের একটি ধানক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাসুদ নামের জুয়েলের এক বন্ধুকে আটক করেছে পুলিশ। নিহত জুয়েল পাশের জেলা রাজশাহীর বাঘা উপজেলার মিরগঞ্জ গ্রামের জহুরুল ইসলামের ছেলে। জুয়েলের বন্ধু আটক মাসুদ একই গ্রামের রয়েস উদ্দিন মুন্সীর ছেলে।

লালপুর থানার ওসি আব্দুল হাই বলেন, গতকাল শনিবার বিকালে জুয়েলকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান মাসুদ। তারপর রাত হলেও জুয়েল বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। রাত ১২টা ৩০ মিনিটের দিকে মাসুদ তাদের বলেন যে, তারা নছিরার বিলে বেড়াতে গেলে ডাকাতরা তাদের ওপর হামলা করেছে। ডাকাতরা জুয়েলকে ছুরিকাঘাত করে তার মোটরসাইকেল কেড়ে নিয়েছে। এই খবরের ভিত্তিতে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে জুয়েলকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সকালে পুলিশ জুয়েলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, হত্যার সঙ্গে জড়িত সন্দেহে মাসুদকে আটক ও জুয়েলের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। আটক মাসুদ জুয়েলকে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন