News71.com
 Bangladesh
 26 Jun 16, 09:54 AM
 432           
 0
 26 Jun 16, 09:54 AM

ইউরোপীয় ইউনিয়ন সংকট : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর জার্মান সফর স্থগিত

ইউরোপীয় ইউনিয়ন সংকট : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর জার্মান সফর স্থগিত

নিউজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার বিষয়ে গণভোটে সিদ্ধান্ত আসার পর ইউরোপজুড়ে সৃষ্ট সংকটের কারণে স্থগিত হয়ে গেল পররাষ্ট্রমন্ত্রীর জার্মানি সফর।

আজ রবিবার ৪দিনের দ্বিপাক্ষিক সফরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর জার্মানি যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সফর স্থগিত করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে জার্মান সরকারের পক্ষ থেকে এই সফর স্থগিত করার অনুরোধ করা হয়। সফরকালে বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমিয়েরের সঙ্গে মাহমুদ আলীর দ্বিপাক্ষিক ইস্যুতে বৈঠকের কথা ছিল। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর হামবুর্গে কয়েকটি বাণিজ্য সম্পর্কিত বৈঠকে যোগদানের কথা ছিল।

গত শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওার রায় দেয় ব্রিটেনের জনগণ। এরপর ইউরোপসহ বিশ্বের সর্বত্র শুরু হয় তোলপাড়। এর প্রেক্ষিতে বাংলাদেশ ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করা হয়। তারপরে পরিস্থিতি স্বাভাবিক হলে এই সফরের দিনক্ষণ নির্ধারিত হবে বলে কূটনৈতিক সূত্র বলেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন