
নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা মো. ইউছুফ ওরফে ইউছুফ ড্রাইভার (৩৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও একজন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগরের হাজিরহাট ফোরকানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউছুফ চর জাঙ্গালীয়া গ্রামের বাসিন্দা, কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন যুবদলের সদস্য ও ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এ ঘটনার সময় মোটরসাইকেলযোগে ইউছুফ ও তার বন্ধু আমির হোসেন হাজিরহাট থেকে করুনানগর যাচ্ছিলেন। পথে ফোরকানিয়া এলাকায় পৌঁছলে ভিতরের রাস্তা থেকে একটি বাইসাইকেল তার মোটরসাইকেলের সামনে এসে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ইউছুফ মারা যায়। এ সময় বাইসাইকেল আরোহী আমির গুরুতর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।