News71.com
 Bangladesh
 26 Jun 16, 09:46 AM
 418           
 0
 26 Jun 16, 09:46 AM

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক আটক।

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক আটক।

নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের জাপানি মার্কেট থেকে অস্ত্রসহ মো. সাদ্দাম হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই সব তথ্য বলেন।

তার আগে বিকেলে উপজেলার চন্দ্রগঞ্জের জাপানি মার্কেট থেকে তাকে আটক করা হয়। আটক সাদ্দাম চন্দ্রগঞ্জের মুটবী এলাকার মৃত শাহ আলমের ছেলে।

এএসপি বলেন, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জের জাপানি মার্কেটে অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় সাদ্দামকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে একটি দেশি এলজি উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন