News71.com
 Bangladesh
 26 Jun 16, 09:45 AM
 476           
 0
 26 Jun 16, 09:45 AM

গাইবান্ধায় পারিবারিক কলহের জেরে ধরে ছেলের ধাক্কায় বাবা নিহত ....

গাইবান্ধায় পারিবারিক কলহের জেরে ধরে ছেলের ধাক্কায় বাবা নিহত ....

নিউজ ডেস্ক: পারিবারিক কলহের জের ধরে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে ছেলের ধাক্কায় বাবা মজিবর রহমান (৬০) নিহত হয়েছেন। শনিবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আনালের তাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে আসাদকে (২৫) আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আসাদের সঙ্গে মজিবর রহমানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসাদ মজিবর রহমানকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা মজিবরকে প্রথমিক চিকিৎসা দেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আসাদকে আটক করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন