News71.com
 Bangladesh
 26 Jun 16, 09:44 AM
 428           
 0
 26 Jun 16, 09:44 AM

ভারতের ত্রিপুরার অনুপ্রবেশের সময় ২৫০ বাংলাদেশিকে আটক করল বিএসএফ ।।

ভারতের ত্রিপুরার অনুপ্রবেশের সময় ২৫০ বাংলাদেশিকে আটক করল বিএসএফ ।।

নিউজ ডেস্কঃ ত্রিপুরায় প্রবেশ করার সময় ২৫০ জন বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী –বিএসএফ । আজ পুলিশ সুপার জয়ন্ত চক্রবর্তী জানান, নারী-শিশুসহ ২৫০ জন বাংলাদেশি ভারতের ত্রিপুরাতে আজ প্রবেশ করতে চেয়েছিল। কিন্তু বিএসএফ তাদের প্রচেষ্টা নস্যাৎ করে দেয়। তিনি জানান, গতকাল পূর্ব বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাটের বনপ্রহরীরা তাদের ঘরবাড়ি ধ্বংস ও তাদের উচ্ছেদ করায় তারা ভারত সীমান্তে আশ্রয় গ্রহণ করতে চেয়েছিল। তারা সবাই সংখ্যালঘূ হিন্দু সম্প্রদায়ের ।

তিনি জানান, অনুপ্রবেশ বন্ধ করতে সীমান্তে বেড়া নিমার্ণ এবং বিএসএফ জওয়ানরা সতর্ক অবস্থান আছেন। বাংলাদেশীরা ত্রিপুরার চম্পানগর গ্রামে প্রবেশ করতে পারে নি। আগরতলা সীমান্তের ১০০ কিলোমিটার পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ আছে ।

বিএসএফ সূত্র জানায়, তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাথে যোগাযোগ করেছে এবং ২ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পতাকা বৈঠকে আটককৃত নাগরিকদের ফেরত নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে ।

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সীমান্ত ব্যবস্থাপনা সচিব সুশীল কুমার গতকাল ত্রিপুরায় ৩ দিনের সফরে আসেন। এ সময় তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ইশপাল সিং, উর্ধ্বতন বিএসএফ কর্মকর্তা, জেলা ম্যাজিস্ট্রেট, বিভিন্ন সীমান্ত জেলার কালেক্টর এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভারত-বাংলাদেশ সীমান্ত সর্ম্পকীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের সাথে ভারতের ত্রিপুরার সীমান্ত সংযোগ ৮৫৬ কিলোমিটার। এর বেশিরভাগই পর্বত এবং নদী। এর মধ্যে ৯০ কি.মি ছাড়া ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তের অধিকাংশ অঞ্চল সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ, অনুপ্রবেশ বন্ধ, এবং আন্ত-সীমান্ত অপরাধ বন্ধের জন্য বেড়া নির্মাণ করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন