
নিউজ ডেস্কঃ ত্রিপুরায় প্রবেশ করার সময় ২৫০ জন বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী –বিএসএফ । আজ পুলিশ সুপার জয়ন্ত চক্রবর্তী জানান, নারী-শিশুসহ ২৫০ জন বাংলাদেশি ভারতের ত্রিপুরাতে আজ প্রবেশ করতে চেয়েছিল। কিন্তু বিএসএফ তাদের প্রচেষ্টা নস্যাৎ করে দেয়। তিনি জানান, গতকাল পূর্ব বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাটের বনপ্রহরীরা তাদের ঘরবাড়ি ধ্বংস ও তাদের উচ্ছেদ করায় তারা ভারত সীমান্তে আশ্রয় গ্রহণ করতে চেয়েছিল। তারা সবাই সংখ্যালঘূ হিন্দু সম্প্রদায়ের ।
তিনি জানান, অনুপ্রবেশ বন্ধ করতে সীমান্তে বেড়া নিমার্ণ এবং বিএসএফ জওয়ানরা সতর্ক অবস্থান আছেন। বাংলাদেশীরা ত্রিপুরার চম্পানগর গ্রামে প্রবেশ করতে পারে নি। আগরতলা সীমান্তের ১০০ কিলোমিটার পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ আছে ।
বিএসএফ সূত্র জানায়, তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাথে যোগাযোগ করেছে এবং ২ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পতাকা বৈঠকে আটককৃত নাগরিকদের ফেরত নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে ।
এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সীমান্ত ব্যবস্থাপনা সচিব সুশীল কুমার গতকাল ত্রিপুরায় ৩ দিনের সফরে আসেন। এ সময় তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ইশপাল সিং, উর্ধ্বতন বিএসএফ কর্মকর্তা, জেলা ম্যাজিস্ট্রেট, বিভিন্ন সীমান্ত জেলার কালেক্টর এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভারত-বাংলাদেশ সীমান্ত সর্ম্পকীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের সাথে ভারতের ত্রিপুরার সীমান্ত সংযোগ ৮৫৬ কিলোমিটার। এর বেশিরভাগই পর্বত এবং নদী। এর মধ্যে ৯০ কি.মি ছাড়া ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তের অধিকাংশ অঞ্চল সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ, অনুপ্রবেশ বন্ধ, এবং আন্ত-সীমান্ত অপরাধ বন্ধের জন্য বেড়া নির্মাণ করা হয়েছে ।