News71.com
 Bangladesh
 26 Jun 16, 09:39 AM
 458           
 0
 26 Jun 16, 09:39 AM

বন্দরনগরী চট্টগ্রামে প্রথমবারের মতো শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী বাসের উদ্বোধন

বন্দরনগরী চট্টগ্রামে প্রথমবারের মতো শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী বাসের উদ্বোধন

নিউজ ডেস্ক:বন্দরনগরী চট্টগ্রামে প্রথমবারের মতো শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী বাসের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে নগরীর হোটেল আগ্রাবাদ চত্বরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) মেয়র মো. নাছির উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন।

মেয়র নাছির উদ্দিন বাসের ভাড়া প্রথম তিন কিলোমিটার ২০ টাকা বাসের ভাড়া ঘোষণা করে আশা প্রকাশ করে বলেন, এই সার্ভিস নগরীর দীর্ঘদিনের গুণগতমানের গণপরিবহণ সমস্যার সমাধান করবে।

প্রিমিয়ার ট্রান্সপোর্ট সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রসুল বাবুল কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত এই বাসের ভাড়া ৮০ টাকা নির্ধারণের ঘোষণা দেন। তিনি জানান, আগামীকাল রোববার থেকে প্রিমিয়ার ট্রান্সপোর্ট সার্ভিসের ২০টি বাস নগরীতে চলাচল শুরু করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন