News71.com
 Bangladesh
 25 Jun 16, 10:24 PM
 542           
 0
 25 Jun 16, 10:24 PM

কুমিল্লার মেঘনা নদীতে নিখোঁজের পাঁচ দিন পর লাশের সন্ধান.....

কুমিল্লার মেঘনা নদীতে নিখোঁজের পাঁচ দিন পর লাশের সন্ধান.....

নিউজ ডেস্ক: কুমিল্লার মেঘনা নদীতে নিখোঁজের পাঁচ দিন পর উপজেলার মানিকারচর গ্রামের জামিলা বেগমের(৫০) লাশের সন্ধান পেয়েছে মেঘনা পুলিশ। গতকাল শুক্রবার রাতে জলাড়পার নোয়াগাঁও গ্রামের মরম পাগলার জমিতে ধইনা খেতের ভিতরে জামিলার লাশের সন্ধান পাওয়া যায়।

শনিবার ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার মানিকারচর বাজার হইতে পান কিনে সন্ধ্যার পর জলাড়পার স্বামীর বাড়িতে ফিরার সময় জামিলা বেগম নিখোঁজ হয়।

এই দিন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে কোন খোঁজ-খবর না পেয়ে তার আত্মীয়-স্বজন জামিলার ছবিটি ফেজবুকে পোষ্ট করলে কে বা কাহারা ধইনাচা ক্ষেতে হাত-পা বাধা একটি লাশের সংবাদ দেয়। জামিলার আত্মীয়-স্বজন লাশের শনাক্ত করে পুলিশে খবর দেয়।

পুলিশ লাশটি উদ্ধার করে আজ শনিবার ময়নাতদন্তের জন্য কুমিলা হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই ব্যাপারে মেঘনা থানাতে জামিলার স্বামী মোঃ হাকিম একটি হত্যা মামলা দায়ের করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন