
নিউজ ডেস্ক: শেরপুরের ঝিনাইগাতীতে ঘরের ধর্ণার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার ধানশাইল ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধারের পর আজ শনিবার দুপুরে শেরপুর জেলা হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়। নিহত রিপা আক্তার ওই গ্রামের ইউসুফ আলীর মেয়ে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরো জানান, শেরপুরের এএসপি (সার্কেল) লাভনী খন্দকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও স্থানীয়দের ধারণা, প্রেমঘটিত কারণে ওই তরুণী আত্মহত্যা করে থাকতে পারে।