
নিউজ ডেস্ক: রাজশাহীতে পুকুরের পানিতে ডুবে আশিকুর রহমান মুন্না (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে নগরীর বিসিক শিল্প নগরীর মঠ পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না নগরীর কয়েরদাঁড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে ও আটরশি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ ব্যাপারে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান জানান, মুন্না মঠ পুকুরে গোসল করতে যায়। পুকুর পাড় থেকে লাফ দেওয়ার পরে সে পানির নিচে তলিয়ে যায়। পরে পানির নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।