
নিউজ ডেস্ক: নাটোরের লালপুরে ট্রাকচাপায় দুই বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার চিনির বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লালপুর এলাকার রতন কুমারের ছেলে নীবর কুমার (১৪) ও ঈশ্বরদী এলাকার বাপ্পী সরকারের ছেলে বিজয় সরকার (৮)।
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, বিকেল ৪টার দিকে পাবনার ঈশ্বরদী থেকে রাজশাহীর বাঘাগামী দ্রুতগতির একটি ট্রাক চিনির বটতলা এলাকায় পৌঁছালে সাইকেল আরোহী নীরব ও বিজয়কে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ না থাকায় লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।