News71.com
 Bangladesh
 25 Jun 16, 10:07 PM
 436           
 0
 25 Jun 16, 10:07 PM

নাটোরের লালপুরে ট্রাকচাপায় দুই বাইসাইকেল আরোহী নিহত

নাটোরের লালপুরে ট্রাকচাপায় দুই বাইসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক: নাটোরের লালপুরে ট্রাকচাপায় দুই বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার চিনির বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লালপুর এলাকার রতন কুমারের ছেলে নীবর কুমার (১৪) ও ঈশ্বরদী এলাকার বাপ্পী সরকারের ছেলে বিজয় সরকার (৮)।

এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, বিকেল ৪টার দিকে পাবনার ঈশ্বরদী থেকে রাজশাহীর বাঘাগামী দ্রুতগতির একটি ট্রাক চিনির বটতলা এলাকায় পৌঁছালে সাইকেল আরোহী নীরব ও বিজয়কে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ না থাকায় লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন