
নিউজ ডেস্ক: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার বাউশিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় পিকাপের ড্রাইভার মোঃ আব্দুর রহমান(৩২) ও হেলপার আব্দুল কাদের(১৮) নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত কাভার্ডভ্যানের হেলপার শহিদুল ইসলামকে (২৫) ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে ভবেরচর ফাড়িঁর ইনচার্জ এসআই কামরুজ্জামান রাজ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া উজানভাটি হোটেলের সামনে ঢাকামুখী একটি পিকাপকে একটি কার্ভাড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে পিকাপটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পিকাপের ড্রাইভার ও হেলপার নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত কাভার্ড ভ্যানের হেলপারকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।
পিকাপ ও কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, নিহত পিকাপচালক মোঃ আব্দুর রহমান শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার কেবল নগর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক মন্ডলের এবং হেলপার আব্দুল কাদের টাংঙ্গাইল জেলার কালিহাতি থানার বেড়িপটল গ্রামের আব্দুর সোবহান মিয়ার পুত্র।