News71.com
 Bangladesh
 25 Jun 16, 10:03 PM
 440           
 0
 25 Jun 16, 10:03 PM

কুমিল্লার ফের ডাক্তারের অবহেলায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ.....

কুমিল্লার ফের ডাক্তারের অবহেলায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ.....

নিউজ ডেস্ক: কুমিল্লার হোমনায় মাত্র ২০ দিনের ব্যবধানে ফের ডাক্তারের অবহেলায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলা সদরের বেসরকারী ডক্টর’স হাসপাতালে এ ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় ডাক্তার ও পরিবারের লোকজনের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। পরিবারটি নিরীহ বিধায় প্রশাসনের কোন সহযোগিতা পায়নি বলে অভিযোগ রয়েছে। নিহতের বড় ভাই মাওলানা ওমর ফারুক জানান, আমার বোনের প্রসব ব্যথা উঠলে আমরা ডক্টর’স হাসপাতালে আল্ট্রা করাই। তারপর ডক্টর’স হাসাপাতালের ডাক্তার রিপোর্ট দেখে বলে জড়ায়ু নিচে নেমে গেছে, পানি স্বল্পতা রয়েছে। এসব বলার পর বলে সিজার করানো না হলে নবজাতককে বাঁচানো যাবে না। পরে রাত ১১টার দিকে ডাক্তার শাহেদ ও ডাক্তার সালাম সিকদার নামের দুজন ডাক্তার এসে সিজারের জন্য ‘ওটি’তে নিয়ে যায়। মাঝখানে তাদের মন খারাপ হলে জিজ্ঞেস করি, “আমার বোনের কি অবস্থা?” ওরা বলে দোয়া করেন। এরপর রাত সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে জানায়, আমার বোন হার্ট এ্যাটাকে মারা গেছে।

তবে তার বোন সম্পূর্ণ সুস্থ্য ও ‘ওটি’তে যাবার পূর্বে দুই রাকআত নামাজ আদায় করে পরিবারের সকলের সাথে কথা বলেছে বলেও জানান তিনি। তবে হার্ট এ্যাটাক ছাড়া যদি ডাক্তারের ভুলে মৃত্যু হয়; তাহলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করি। আমরা নিরীহ বিধায় এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চাইলেও কোন সহযোগিতা পায়নি।

ডা. সালাম সিদকার বলেন, আমরা এ্যানেস্থেসিয়া দেওয়ার আগেই রোগি কার্ডিয়াক এ্যারেস্ট হয়ে মারা গেছে। এরপর নবজাতককে বাচাঁনোর জন্য সিজার করি। সেটি মরা বের হয়। তারও সিজারের বিষয়ে সার্টিফিকেট রয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে ডা. মো. শাহিদুর রহমান শাহেদ বলেন, রোগি হার্ট এ্যাটাক করে মারা গেছেন। এরপর আমরা চেষ্টা করেছিলাম নবজাতককে বাচাঁতে, কিন্তু তাকেও বাচাঁতে পারিনি। তবে ‘আপনি সিজারীয় অপারেশন করতে পারেন কি না?’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কেন, যে কোন এমবিবিএস ডাক্তারই অপারেশন করতে পারে।’

তবে জেলা সিভিল সার্জন ডাঃ মো. মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, কোন ডাক্তার সার্জারী কমপ্লিট না করে অথবা ডিগ্রী অর্জনের পর প্রশিক্ষণে পাস করা ছাড়া কেউ সিজার করতে পারবে না। যদি কেউ এরুপ করে থাকে আমরা তদন্ত কমিটি গঠনের মাধ্যমে বিভাগীয় ব্যবস্থ নেবো।

এ ব্যাপারে হোমনা থানার ওসি আবুল ফয়সল বলেন, আমার নিকট এ ধরনের কোন অভিযোগ আসেনি। আসলে অবশ্যই ব্যবস্থা নেব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন