News71.com
 Bangladesh
 25 Jun 16, 09:58 PM
 408           
 0
 25 Jun 16, 09:58 PM

শিগগিরই বরিশাল চট্টগ্রাম রুটে লঞ্চ চালুর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।। নৌপরিবহন মন্ত্রী

শিগগিরই বরিশাল চট্টগ্রাম রুটে লঞ্চ চালুর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।। নৌপরিবহন মন্ত্রী

নিউজ ডেস্ক: নৌপরিবহন মন্ত্রী মো. শাজাহান খান বলেছেন, শিগগিরই বরিশাল চট্টগ্রাম রুটে লঞ্চ চালুর পরিকল্পনা রয়েছে। এ জন্য দুটি লঞ্চ নির্মাণের কাজ দ্রুতই শুরু করা হবে। এক সময়ে নৌ মন্ত্রণালয় ছিল নাম গন্ধহীন একটা মন্ত্রণালয়। কিন্তু এখন এই মন্ত্রণালয় সুনাম কুড়াচ্ছে। এই সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন সাধন করা সম্ভব হয়েছে। আজ শনিবার ঢাকার সদরঘাটে সুন্দরবন-১০ লঞ্চের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, গত সাত বছরে ২৫/৩০টি বড় মাপের লঞ্চ হয়েছে। সরকারিভাবে দুটি করেছি। আরও পরিকল্পনা করা হচ্ছে। সরকারের গত মেয়াদে ১৭টি এবং এই মেয়াদে ১০টি ফেরি নির্মাণ করা হয়েছে। নৌমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন নদী পথে ২০০৪ সালে সর্বোচ্চ দুর্ঘটনা ঘটেছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর দুর্ঘটনা কমেছে। আওয়ামী লীগ সরকার লঞ্চে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

এ ছাড়াও ফাহিম হত্যাকাণ্ড নিয়ে খালেদার অভিযোগ প্রসঙ্গে শাজাহান খান বলেন, ফাহিমকে হত্যা করা হয়েছে বলে খালেদা জিয়া অভিযোগ করছেন। অথচ মাদারীপুরের কলেজ শিক্ষক রিপন চক্রবর্তীর জন্য দুঃখ প্রকাশ না করে ফাহিমকে হত্যার জন্য মায়া কান্না করছেন। এতে প্রমাণ হয় জঙ্গিদেরকে মদদ দিচ্ছেন খালেদা। এ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এমপি তালুকদার মো. ইউনুছ ও জেবুন্নেছা আফরোজসহ অন্যান্যরা। উল্লেখ্য, দেশের সর্ববৃহৎ লিফটযুক্ত সুন্দরবন-১০ লঞ্চটি আগামীকাল রবিবার থেকে বরিশাল-ঢাকা নৌ রুটে চলাচল শুরু করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন