
নিউজ ডেস্কঃ ঢাকা-বরিশাল নৌ রুটে চলাচলরত যাত্রীদের জন্য উদ্বোধন করা হলো ডিজিটাল নেভিগেশন ইকুইপমেন্ট সিস্টেমের অত্যাধুনিক লঞ্চ সুন্দরবন-১০ ।
আজ দুপুর সোয়া ২টায় সদরঘাট লঞ্চ টার্মিনালে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন ।
উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুছ ও জেবুন্নেছা আফরোজ। উদ্ধোধন শেষে লঞ্চটি আনুষ্ঠানিকভাবে নদীতে চালানো হয় প্রায় ২০ কিলোমিটার। সদরঘাট থেকে নারায়ণগঞ্জ ফতুল্লা হয়ে আবার সদরঘাট টার্মিনালে এসে ভিড়ে ।
লঞ্চের মাস্টার মজিবুর রহমান জানান, ডিজিটাল নেভিগেশন ইকুইপমেন্ট সিস্টেমের মাধ্যমে লঞ্চটি পরিচালনা করা হবে। এ প্রক্রিয়ায় সুইসিং এর মাধ্যমে পুরো লঞ্চটি নিয়ন্ত্রণ করা হবে ।
তিনি আরো জানান, সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্মিত লঞ্চটি খুব সহজে নিয়ন্ত্রণ করা যাবে। তাছাড়া সিসি ক্যামেরা ও ইকো সাউন্ডার (পানির গভীরতা মাপার যন্ত্র) সংযুক্ত করা হয়েছে। লঞ্চটিতে প্রায় ১৩০০শ যাত্রী বহন করা যাবে বলেও জানান তিনি ।