
নিউজ ডেস্ক: পাইকগাছায় জোরপূর্বক জমি দখল চেষ্টায় বাঁধা দিলে প্রতিপক্ষদের হামলায় স্বামী-স্ত্রী ও কন্যা গুরুতরভাবে আহত হয়েছে। দু’জনের মাথায় আঘাত গুরুতর হওয়ায় খুলনা মডেকিলে কলজে (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল সকাল ৯টার দিকে উপজেলার গড়ইখালী ইউপির ফকিরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ নিয়ে এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
আহতদের পারিবারিক সূত্রে জানিয়েছে, সকালে ঘটনার সময় অবৈধভাবে জোরপূর্বক জমি দখল চেষ্টায় বাঁধা দিলে ফকিরাবাদ গ্রামের আহসান ঢালীর দু’ছেলে মুসা ঢালী, নুরুজ্জামান, একই পরিবারের রাবেয়া, আসমা, রেশমা, আলমগীর ও রবিউল গাইন রড ও লাঠিশোটা নিয়ে মান্নান ঢালী (৫০), তার স্ত্রী মাহমুদা বেগম (৪৫) ও মেয়ে মর্জিদা (১৮) উপর হামলা চালিয়ে মাথায় গুরুতর আঘাত করে।
আহতদের প্রথমে গড়ইখালী ও পরবর্তীতে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে মান্নান ও তার স্ত্রীর মাথায় আঘাত গুরুতর হওয়ায় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক এ দু’জনকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেছে। মাহমুদা বগেমরে অবস্থা আশঙ্খাজনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।