News71.com
 Bangladesh
 25 Jun 16, 07:20 PM
 441           
 0
 25 Jun 16, 07:20 PM

বরিশালের আগৈলঝাড়ায় চুরির অপবাদ দিয়ে বাবা-ছেলে-মেয়েকে পিটিয়ে আহত

বরিশালের আগৈলঝাড়ায় চুরির অপবাদ দিয়ে বাবা-ছেলে-মেয়েকে পিটিয়ে আহত

নিউজ ডেস্ক: বরিশালের আগৈলঝাড়ায় চুরির অপবাদ দিয়ে সালিস বৈঠকে এক স্কুলছাত্রকে শারীরিক নির্যাতন করেছে ইউপি সদস্যের নেতৃত্বে স্থানীয় প্রভাবশালী গ্রাম্য মাতুব্বররা। এ সময় ছেলেকে বাচাতে গিয়ে ওই স্কুলছাত্রের বাবা ও বোনও তাদের নির্যাতনের শিকার হন।

গতকাল শুক্রবার রাতে উপজেলার আমবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামের পংকজ জয়ধরের ঘরে ৩ দিন আগে টাকা চুরি হয়। ওই চুরির ঘটনায় গতকাল শুক্রবার রাতে পংকজ জয়ধরের বাড়িতে ইউপি সদস্য ভোলা নাথ পাণ্ডের নেতৃত্বে শালিস-বৈঠকের আয়োজন করা হয়।

শালিস বৈঠকে পাশের বাড়ির সুভাষ হালদারের ছেলে ও ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র চিন্ময় হালদারকে চোর সাব্যস্ত করে ইউপি সদস্য ভোলা নাথ পাণ্ডের নেতৃত্বে চিন্মময়কে মারধর শুরু করে পুলক বৈষ্ণব, পরিমর হালদারসহ গ্রাম্য মাতুব্বররা।

এ সময় চিন্ময়ের বাবা সুভাষ হালদার ও কলেজ পড়ুয়া বোন মনিকা হালদার তাকে রক্ষায় এগিয়ে এলে তাদেরকেও মারধর করে গুরুতর আহত করে তারা। পরে আহতাবস্থায় রাতেই স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে অভিযোগের ব্যাপারে ইউপি সদস্য ভোলা নাথ পাণ্ডে বলেন, ‘শালিস বৈঠকের সময় চিন্মময় হালদারের কাছ থেকে কোন মালামাল উদ্ধার করা হয়নি। সে পূর্বেও দোকান ঘর চুরি করেছিল। তার চুরির বিচার করা হয়েছে’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন