News71.com
 Bangladesh
 25 Jun 16, 07:16 PM
 434           
 0
 25 Jun 16, 07:16 PM

মাগুরা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাকের হেলপার নিহত

মাগুরা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাকের হেলপার নিহত

নিউজ ডেস্ক: মাগুরা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ (১৮) নামে এক ট্রাকের হেলপার মারা গেছে। আজ শনিবার ভোররাতে উপজেলার ইছাখাদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ মাগুরা সদরের আমুড়িয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা জানান, গতকাল শুক্রবার গভীররাত ৩টার দিকে ঝিনাইদহ থেকে মাগুরামুখি একটি ট্রাক ঘটনাস্থলে এসে দাড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের হেলপার ও ড্রাইভার গুরুতর আহত হয়। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকেরা হেলপার আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। ড্রাইভার শওকত হোসেন মাগুরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন