News71.com
 Bangladesh
 25 Jun 16, 06:52 PM
 451           
 0
 25 Jun 16, 06:52 PM

প্রায় দুই মাস পর পূর্ব সুন্দরবনে প্রবেশের উপর আরোপিত নিষেধাজ্ঞা আগামীকাল তুলে নিচ্ছে বন বিভাগ

প্রায় দুই মাস পর পূর্ব সুন্দরবনে প্রবেশের উপর আরোপিত নিষেধাজ্ঞা আগামীকাল তুলে নিচ্ছে বন বিভাগ

নিউজ ডেস্ক: প্রায় দুই মাস পর পূর্ব সুন্দরবনে বনজীবীদের প্রবেশের ওপর থেকে আগামীকাল রবিবার নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বন বিভাগ। কয়েকবার আগুন লাগার পর গত ২৯ এপ্রিল থেকে পূর্ব সুন্দরবনে বনজীবীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

দুই মাস ধরে সুন্দরবনকেন্দ্রিক পাঁচ লাখের বেশি বনজীবীর জীবিকা বন্ধ। গত সপ্তাহে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বাগেরহাটের শরণখোলা উপজেলার এক হাজারেরও বেশি জেলে মানববন্ধন করেছেন।

সুন্দরবনের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) জহির উদ্দিন আহমেদ বলেন, পূর্ব সুন্দরবনে একের পর এক নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য বনের পূর্ব বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে প্রবেশের সব ধরনের পাস পারমিট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বনজীবীদের মানবিক বিষয় বিবেচনা করে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। বন বিভাগের নির্দিষ্ট রাজস্ব প্রদান করে পূর্ব সুন্দরবনের বনজীবীরা এখন জীবিকা নির্বাহ করতে পারবেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের ২৭ মার্চ পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের নাংলী এলাকায় প্রথম আগুন লাগে। এতে বনের ১ দশমিক ৬৬ একর জায়গা পুড়ে যায়। এরপর একই এলাকায় দ্বিতীয় দফায় আগুন লাগে ১৩ এপ্রিল। আগুনে বনের প্রায় সাড়ে আট একর জায়গা পুড়ে যায়। সাত লাখ টাকার পরিবেশ ও বনজ সম্পদের ক্ষতি হয়। বন বিভাগ গঠিত তদন্ত কমিটি আগুন লাগানোর ক্ষেত্রে লোকালয়ের কিছু দুর্বৃত্তদের সম্পৃক্ততা পান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন