
নিউজ ডেস্ক:ঝালকাঠির কাঁঠালিয়ায় লিনা আক্তার (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে আমুয়া বন্দরের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। সকাল থেকেই ওই গৃহবধূর স্বামী স্থানীয় হোমিও চিকিৎসক মো. আবদুল্লাহ পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, আমুয়া বন্দরের কেয়া সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ভাড়া বাসায় হোমিও চিকিৎসক মো. আবদুল্লাহ তার স্ত্রীকে নিয়ে থাকতেন। আজ শনিবার সকালে ঘরের দরজা খুলে আবদুল্লাহ বের হয়ে যান। এ সময় মার্কেটের দ্বিতীয় তলার অন্য বাসিন্দারা ঘরের দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে লিনা আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পান।
খবর পেয়ে দুপুরে পুলিশ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূকে হত্যা করা হয়েছে, নাকি এটি আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন কাঁঠালিয়া থানার ওসি জাহিদ হোসেন।