News71.com
 Bangladesh
 25 Jun 16, 06:50 PM
 433           
 0
 25 Jun 16, 06:50 PM

শ্রীনগরে মাটি কাটতে গিয়ে গ্রেনেড-গুলি উদ্ধার।।

শ্রীনগরে মাটি কাটতে গিয়ে গ্রেনেড-গুলি উদ্ধার।।

নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার একটি মসজিদের পাশ থেকে মাটি কাটতে গিয়ে পুরাতন চারটি হ্যান্ড গ্রেনেড ও ১১৭ রাউন্ড গুলি পেয়েছেন শ্রমিকরা।

আজ দুপুর আড়াইটার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের কেউটক্ষিরা এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ এসে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শ্রীনগরের সহকারী পুলিশ সুপার (এএসপি, সার্কেল) সামসুজ্জামান বাবু সাংবাদিকদের জানান, দুপুরে কেউটক্ষিরা এলাকার মসজিদের পাশে শ্রমিকরা মাটি কাটতে গেলে এসব অস্ত্র ও গুলি বের হয়ে আসে।

তিনি বলেন, এগুলো অনেক পুরাতন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এগুলো মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন