
নিউজ ডেস্ক: নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে মেঘলা নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। মেঘলা নোয়াগ্রামের নজরুল মোল্লার মেয়ে ও স্থানীয় নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ জুন বিকেলে বাড়ির পাশে ঘুরতে যায় মেঘলা। পরে সে বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
আজ শনিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় মেঘলার মৃতদেহ দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।মেঘলার ভাই ইয়ামিন জানান, তার বোনের শরীরে আঘাতের চিহৃ রয়েছে।
পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে কালিয়া থানার ওসি শেখ গনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "শিশুটির শরীরের নানা স্থানে ক্ষত এবং আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে কিনা- তা পরীক্ষার পর জানা যাবে।"