News71.com
 Bangladesh
 25 Jun 16, 06:46 PM
 516           
 0
 25 Jun 16, 06:46 PM

জাবি সাংবাদিকদের সিনেট অধিবেশন অবরোধ কর্মসূচি প্রত্যাহার

জাবি সাংবাদিকদের সিনেট অধিবেশন অবরোধ কর্মসূচি প্রত্যাহার

জাবি সংবাদদাতা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অনুষ্ঠিতব্য ৩৫তম সিনেট অধিবেশন অবরোধের কর্মসূচি স্থগিত করেছে জাবিতে কর্মরত সাংবাদিকরা। ‘আগামীকাল সকাল দশটায় জরুরি সিন্ডিকেট ডেকে সাংবাদিক মারধরের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’ জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের এমন আশ্বাসে আজকের পূর্বনির্ধারিত অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করেন সাংবাদিকরা।

গত ৮ জুন রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জাবি প্রতিনিধি শফিকুল ইসলামের উপর হামলায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য শুক্রবার রাতে উপাচার্যকে স্মারকলিপি প্রদান করেন জাবিতে কর্মরত সাংবাদিকরা।

স্মারকলিপিতে আজ শনিবার দুপুর ১টার মধ্যে ব্যবস্থা না নিলে সিনেট অধিবেশন অবরোধের আল্টিমেটাম দেন তারা। এদিকে শনিবার দুপুর বারোটার দিকে এ বিষয়ে আলোচনার জন্য সাংবাদিক প্রতিনিধিদের নিজ বাসভবনে ডাকেন উপাচার্য।

আলোচনায় আগামীকাল সকাল ১০টায় জরুরি সিন্ডিকেট ডেকে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন উপাচার্য। একইসাথে অবরোধ প্রত্যাহারের জন্যও অনুরোধ করেন তিনি।

উপাচার্যের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ দুপুর দেড়টায় অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করেন সাংবাদিকরা। ফলে দুপুর আড়াইটা থেকে নির্বিঘ্নে সিনেট অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ৮ জুন রাতে এক নারী অপহরণকারীকে বাঁচানোর চেষ্টায় বাধা দেওয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জাবি প্রতিনিধি শফিকুল ইসলামকে বেধড়ক পিটিয়ে আহত করে কতিপয় ছাত্রলীগ নেতাকর্মী। হামলার পর অনেকদিন অতিবাহিত হলেও জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন