
নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ আরিফ হোসেন (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে কালিন্দী ইউনিয়নের চড়াইল খালপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই কে এম সাইদুজ্জামান বলেন, " শনিবার সকাল ৯টায় কালিন্দী ইউনিয়নের চড়াইল খালপার এলাকায় বাবুল স্টোরের সামনে একজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। অভিযানকালে আরিফকে সেখান থেকে আটক করা হয়।। পরে তার দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে নীল রংয়ের একটি পলেথিনের প্যাকেটে ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা করেছে।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) আনসারী জিন্নৎ আলী বলেন, "আরিফ একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক বিক্রির একাধিক মৌখিক অভিযোগ রয়েছে। সাত দিনের রিমান্ড আবেদন করে আজই তাকে আদালতে পাঠানো হয়েছে।"