
নিউজ ডেস্কঃ উত্তরার দিয়াবাড়ি খালে যেখান থেকে ১ সপ্তাহ আগে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছিল, সেখান থেকেই এবার ৩ ব্যাগ ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। আজ সকালে খালের ৪ নম্বর ব্রিজের নিচ থেকে ‘ব্যাগ’ ৩টি উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান জানিয়েছেন ।
তিনি বলেন, ওই খালে আরও অস্ত্র থাকতে পারে এমন সন্দেহে সকালে পুলিশ ডুবুরি পাঠাতে অনুরোধ করে। ১১টা ৪০ মিনিটে আমাদের ৩জন ডুবুরি ওই খালে নেমে ব্যাগগুলো উদ্ধার করেন। তবে ব্যাগে কী ধরণের যন্ত্র পাওয়া গেছে তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি মিজানুর। ঠিক এক সপ্তাহ আগে গত ১৮ই জুন ওই খাল থেকে ৭টি ট্র্যাভেল ব্যাগ ভর্তি ৯৭টি পিস্তল, ৪৬২টি ম্যাগাজিন, ১ হাজার ৬০টি গুলি, ১০টি বেয়নেট ও ১০৪টি গুলি তৈরির ছাচ উদ্ধার করে পুলিশ ।
পরদিন একই জায়গা থেকে আরও ১ কার্টন ম্যাগাজিন উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধারের এ ঘটনায় উত্তরা থানায় একটি জিডি হয়েছে, ঘটনাটির তদন্তভার দেওয়া হয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগকে। ওই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী ।