
নিউজ ডেস্ক: রাজশাহীতে র্যাবের পিকাপ খাদে পড়ার ঘটনায় গুরুতর আহত র্যাব সদস্য আনিসুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে হেলিকপ্টারে করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
আনিসের বাড়ি নীলফামারী জেলায়। দূর্ঘটনায় আহত বাকি ৬ জন র্যাব সদস্যকেও রামেকের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত সদস্যরা হলেন এসএসআই বিমল চন্দ্র, ডিএডি মহিদুল, নায়েক আব্দুস সালাম, সিপাই আতাউর, কনস্টেবল ও গাড়ী চালক ওবাইদুল্লাহ, কনস্টেবল সাইফুল।
রাজশাহীতে র্যাবের একটি গাড়ি উল্টে দুই এএসআইসহ ৭ র্যাব সদস্য গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার দিনগত গভীর রাতে রাজশাহী বাইপাস সড়ক দিয়ে টহল শেষে সদর দফতরে ফেরার সময় নগরীর রাজপাড়া থানার লিলি সিনেমা হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।