News71.com
 Bangladesh
 25 Jun 16, 02:19 PM
 2114           
 0
 25 Jun 16, 02:19 PM

খুলনা ডুমুরিয়াতে মানব শিশু বিক্রী নিয়ে তোলপাড় ।। থানায় মামলা, গ্রেফতার ৩

খুলনা ডুমুরিয়াতে মানব শিশু বিক্রী নিয়ে তোলপাড় ।। থানায় মামলা, গ্রেফতার ৩

নিউজ ডেস্ক: ডুমুরিয়ার বাহাদুরপুর গ্রামে মানব শিশু বিক্রীর ঘটনা ঘটেছে । এ নিয়ে সমগ্র এলাকায় তোলপাড় চলছে। জানাগেছে কুমারী মাতা মোসাম্মৎ হনুফা আক্তারের (১৫) পেটের সন্তানকে এলাকার কতিপয় ব্যাক্তি তার কোল থেকে ছিনিয়ে ৫০ হাজার টাকার বিনিময়ে খ্রীষ্টান মিশনে বিক্রী করেছে । বিষয়টি জানাজানি হতে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে ।

স্থানীয় বাসিন্দা হারুন-আর-রশিদ নিউজ৭১ কে জানিয়েছেন, হনুফা দীর্ঘ্যদিন ধরে তার নানার বাড়ীতে বসবাস করে আসছে। নানা বাড়ীতে বসবাসরত অবস্থায় স্থানীয় যুবক সাদ্দাম শেখের(৩০) সাথে হোনুফা অবৈধ্ সম্পর্কে জড়িয়ে পড়ে। যার ফলে হোনুফা গর্ভবতী হয় এবং পরে একটি ছেলে সন্তানের জন্ম দেয়। এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য হনুফাকে না জানিয়ে স্থানীয় কিছু প্রভাবশালী ও কুচক্রীমহল এই বাচ্ছাটিকে ৫০,০০০ টাকার বিনিময় খ্রিষ্টান মিশনের কাছে বিক্রি করে দেয়।

তিনি আরও বলেন, এই বাচ্ছাটির বয়স মাত্র দেড় মাস। এতদিন এলাকাবাসি কিছুই জানত না। এই গোপনীয়তার সুযোগ নিয়ে অবিবাহিত হনুফার সর্বনাশকারী সাদ্দাম শেখ (৩০) কে বাঁচানোর জন্য এই দেড় মাস পরে হনুফার কাছ থেকে বাচ্চাটি কেড়ে নিয়ে বিক্রী করে দেয়া হয় । যাতে সাদদামের অপকর্মের প্রমান চিরতরে মুছে ফেলা যায়। তাদের কাছে হতভাগী হনুফা তার শিশু বাচ্ছাটিকে ফেরত চাইলে তারা হনুফাকে নানান অজুহাত ও বিভিন্ন প্রকার হুমকি দেখায়।

এই ঘটনায় ডুমুরিয়া থানায় ৫ জনের বিরুধে মামলা হয়েছে। ইতিমধ্যেই থানা পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন, মান্নান শেখ(৪৮),সাদ্দাম শেখ(৩০) ও সাবানা বেগম (৩২)। এই ঘটনায় ২ জন এখনও পালাতক। পালাতক আসামিরারা হল, রবিউল শেখ(৪০) ও ফজো শেখ(৫২)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন