News71.com
 Bangladesh
 25 Jun 16, 11:40 AM
 583           
 0
 25 Jun 16, 11:40 AM

বড়াইগ্রামে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক ।।

বড়াইগ্রামে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক ।।

নিউজ ডেস্কঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করে পুলিশ। গতকাল দিবাগত রাত ২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকা থেকে তাদের আটক করা হয় ।

আটক হলেন, উপজেলার সরাবাড়িয়া গ্রামের ইস্রাফিল হোসেনের ছেলে ইসকেন্দার আলী , আব্দুর রহিমের ছেলে নাজমুল হক , সহিদুল ইসলামের ছেলে শাকিল হোসেন , জোনাইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজু হোসেন ও পাবনার চাটমোহর থানার চড়ইকোল গ্রামের মজনু মোল্লার ছেলে হামিদুর রহমান ।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মধ্যরাতে সন্দেহভাজন হিসেবে ওই ৫ জনকে আটক করে টহল পুলিশ। এ সময় তাদের বহনকারী ভ্যানে তল্লাশি করে ১টি রামদা, ১টি বড় হাঁসুয়া ও ১টি ছুরি পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় ডাকাতি ও অস্ত্র মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন