
নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য গতকাল প্রথম অপেক্ষমান তালিকায় মনোনীতদের তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। প্রথম অপেক্ষমান তালিকায় ৭ লাখ ১৮ হাজার ৯২২ জন স্থান পেয়েছে। আজ থেকে ২৭ই জুনের মধ্যে শূন্য আসনে ভর্তি করা হবে ।
ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণ সঙ্গে সঙ্গেই করতে হবে। এরপর ২৮শে জুন দ্বিতীয় অপেক্ষমান মেধাক্রম প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের ১জন কর্মকর্তা জানান, কোনো শিক্ষার্থী যদি মেধাক্রম অনুযায়ী ভর্তি হয়েও থাকে, সে-ও অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী (শূন্য আসনের বিপরীতে) ভর্তির সুযোগ পাবে। সে ক্ষেত্রে তাকে যে কলেজে ভর্তি হয়েছে তা বাতিল করতে হবে। নিয়মিত ও অপেক্ষমান তালিকা থেকে ভর্তির পরও বিলম্ব ফিসহ ভর্তি হওয়া যাবে ১০ থেকে ২০ই জুলাই পর্যন্ত ।
এবার একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ১০ই জুলাই। গত ১৬ই জুন ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছিল। মেধাক্রমে থেকেও ভর্তি না হওয়া পৌনে ৩ লাখ শিক্ষার্থীও অপেক্ষমাণ তালিকার মেধাক্রম অনুযায়ী ভর্তি হবে। এবার ১জন শিক্ষার্থী যে কটি কলেজে ভর্তির জন্য আবেদন করেছিল সেগুলোর প্রতিটির জন্যই আলাদা মেধাক্রম করা হয়েছে ।
এ জন্য অনেক শিক্ষার্থী ভালো ফল করেও অপেক্ষমান তালিকায় পড়েছে কিংবা প্রথম দফায় প্রত্যাশিত কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি। এ জন্যই প্রথম মেধাক্রমে থাকা অনেক শিক্ষার্থী ভর্তি হয়নি ।