News71.com
 Bangladesh
 25 Jun 16, 11:05 AM
 596           
 0
 25 Jun 16, 11:05 AM

চাঁদাবাজি, ছিনতাই বা যেকোন ধরনের হয়রানি ঠেকাতে ডিএমপির হটলাইন।।

চাঁদাবাজি, ছিনতাই বা যেকোন ধরনের হয়রানি ঠেকাতে ডিএমপির হটলাইন।।

নিউজ ডেস্কঃ রমজান ও ঈদকে কেন্দ্র করে চাঁদাবাজদের বিরুদ্ধে জনহয়রানির নানা অভিযোগের প্রেক্ষিতে হটলাইন নম্বর খুলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি জানায়, ফোনে, প্রকাশ্যে কিংবা ই-মেইলে চাঁদাবাজরা যেভাবেই হয়রানি করুক না কেন হটলাইন নম্বরগুলোতে ফোন করে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ ও তথ্য দেয়া যাবে। অভিযোগ পেয়েই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে। হটলাইন নম্বরগুলো হচ্ছে; ০২-৯৫৫৯৯৩৩, ০১৭১৩৩৯৮৩১১, ০১১৯১০০১১০০, ০১১৯১০০১১১১।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন