
নিউজ ডেস্কঃ গাইবান্ধার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৪ জুন) দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আশাদুজ্জামান আসাদ জানান, চুরি, ছিনতাই, মারধর, ভাঙচুর, নাশকতা ও মাদকসহ বিভিন্ন অপরাধের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনো জানাতে পারেননি তিনি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ বলেন, শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।