News71.com
 Bangladesh
 25 Jun 16, 10:42 AM
 459           
 0
 25 Jun 16, 10:42 AM

আজ কমলাপুরে টিকিট বিক্রি বন্ধ থাকবে।।

আজ কমলাপুরে টিকিট বিক্রি বন্ধ থাকবে।।

নিউজ ডেস্কঃ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আজ শনিবার (২৫ জুন) ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে। এদিন ৪ জুলাইয়ের টিকেট বিক্রি হওয়ার কথা থাকলেও ঢাকা-চট্টগ্রাম রুটের নতুন ট্রেন 'সোনার বাংলা' উদ্বোধনের কারণে আজকের টিকিট পাওয়া যাবে আগামীকাল রবিবার (২৬ জুন)।

গতকাল বৃহস্পতিবার রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন একথা জানান। তিনি বলেন, “২৫ জুন শনিবার সকাল সাড়ে ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে সোনার বাংলা ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে ওইদিন টিকেট বিক্রি বন্ধ থাকবে। ফলে টিকেট বিক্রি একদিন করে পিছিয়ে যাবে।” অর্থাৎ ২৬ জুন পাওয়া যাবে ৪ জুলাইয়ের টিকেট, পরদিন ২৭ জুন মিলবে ৫ জুলাইয়ের ট্রেনের টিকেট। আগের ঘোষণা অনুযায়ী, ঈদের আগে ২৬ জুন পর্যন্ত অগ্রিম টিকেট বিক্রির কথা ছিল। এখন তা একদিন পিছিয়ে ২৭ জুন পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি হবে।

এ বিষয়ে রেল কর্মকর্তারা জানান, এবার ঈদ উপলক্ষে ১০ দিন আগে থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। তাই এক দিন পেছানো হলেও টিকিট বিক্রিতে কোনো সমস্যা হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন