
নিউজ ডেস্ক: কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হতে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম রুটের বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘সোনার বাংলা এক্সপ্রেস‘। এটি এ রুটের দ্বিতীয় বিরতিহীন ট্রেন হিসেবে যাত্রা করতে যাচ্ছে।
আজ শনিবার (২৫ জুন) বেলা ১১টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোনার বাংলা এক্সপ্রেসের উদ্বোধন নিয়েই সকাল থেকে যতো ব্যস্ততা কমলাপুর রেলওয়ে স্টেশনে।
স্টেশন এলাকা ঘুরে দেখা যায়, কঠোর নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে পুরো এলাকা। সীমিত করা হয়েছে স্টেশনের নিয়মিত ট্রেনের যাত্রীদের চলাচল। অন্যসব প্লাটফর্ম বন্ধ করে যাত্রীদের চলাচল করতে বলা হচ্ছে আট নম্বর প্লাটফর্ম দিয়ে। ঠিক একইভাবে চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণের ব্যস্ততা।
টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধের কারণে ঈদে বাড়ি ফিরতে ইচ্ছুক মানুষদের অগ্রিম টিকিটের জন্য লম্বা লাইনেরও দেখা মেলেনি স্টেশনে। অবশ্য বিক্রি সাময়িকভাবে বন্ধের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ। অবশ্য অগ্রিম টিকিট বিক্রি বন্ধ থাকলেও প্রতিদিনের মতো নিয়মিত ট্রেন ছেড়ে যাচ্ছে এবং সে ট্রেনের টিকিটও মিলছে।
এসব বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার একেএম কামরুজ্জামান বলেন, সোনার বাংলা ট্রেনটি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। নিরাপত্তার কারণে আজকের সব অগ্রিম টিকিট বিক্রি বন্ধ রয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, নতুন ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস শনিবার ছাড়া নিয়মিত চলবে ঢাকা-চট্টগ্রাম রুটে। এটি সকাল ৭টায় ঢাকা থেকে ছেড়ে দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম পৌঁছুবে। আবার চট্টগ্রাম থেকে বিকেল ৫টায় ছেড়ে রাত পৌনে ১১টায় ঢাকায় পৌঁছুবে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ১৬ বগির বিশেষ ট্রেনটি ৭৪৬ সিটের। ৪ বগিতে আছে ২২০টি আসন, শোভন চেয়ার ৪২০টি এবং এসি বার্থ আসন ৬৬টি। তাছাড়া, দু’টি খাবার গাড়ির সঙ্গে ৪০টি আসন রয়েছে। ভাড়া এসি চেয়ারের ১১০০ টাকা, এসি সিট ও বার্থ সিটের ১ হাজার টাকা এবং শোভন সিটের ৬শ’ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম রুটে চালু রয়েছে প্রথম বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘সুবর্ণ এক্সপ্রেস’। এটি চলাচল করছে ১৯৯৮ সালের ১৪ এপ্রিল থেকে। আজ শনিবার উদ্বোধনের মধ্য দিয়ে ‘সুবর্ণ এক্সপ্রেসের’ সঙ্গে যুক্ত হচ্ছে ‘সোনার বাংলা এক্সপ্রেস।’