News71.com
 Bangladesh
 12 Apr 21, 12:08 AM
 290           
 0
 12 Apr 21, 12:08 AM

মামুনুল হকের আরেক বান্ধবী জান্নাতুলের সন্ধান চেয়ে থানায় জিডি।।

মামুনুল হকের আরেক বান্ধবী জান্নাতুলের সন্ধান চেয়ে থানায় জিডি।।

নিউজ ডেস্কঃ হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের আরেক বান্ধবী জান্নাতুল ফেরদৌস লিপি'র ভাই মো. শাজাহান বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি জিডি করেছেন। রবিবার সন্ধ্যায় এই জিডিটি (নং ৮৩৫) করেন। বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।

এর আগে জান্নাতের ভাই শাহজাহানকে মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় ডেকে নিয়ে বিয়ের বিষয়টি স্বীকার করেন মাওলানা মামুনুল। জিডিতে শাজাহান উল্লেখ করেন, গত ৭ এপ্রিল আমার বড় বোন জান্নাতুল ফেরদৌস লিপির সঙ্গে আমার সর্বশেষ কথা হয়। এসময় সে আমাকে বলে যে সে মোহাম্মদপুরে দিলরুবা নামে এক নারীর বাসায় অবস্থান করছেন।

এদিকে গতকাল (১০ এপ্রিল) মাওলানা মামুনুল হক মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় ডেকে নিয়ে আমার বোনের সঙ্গে তার বিয়ে হয়েছে বলে জানায় এবং একটি চুক্তিনামা দেখায় কিন্তু আমি এখন পর্যন্ত আমার বোনের সঙ্গে দেখা করতে বা যোগাযোগ করতে পারি নাই। আমার বোন বর্তমানে কোথায় আছে জানতে পারছি না এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় তাকে খুঁজে বের করে অভিভাবকের কাছে ফিরিয়ে দেবার জন্য আইনগত সহায়তা চেয়েছি।z

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন