
নিউজ ডেস্ক: পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, 'কৃষির উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষকদের ভাগ্যোন্নয়নে জননেত্রী শেখ হাসিনা সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। দেশ ও জাতির উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।'
গতকাল শুক্রবার বিকেলে জিয়ানগরে ৪ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মো. মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক জিএম রূহুল আমিন, কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক আবুল হোসেন তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট এম মতিউর রহমান, জাতীয় পার্টি জেপির আহ্বায়ক আসাদুল কবির তালুকদার প্রমুখ।
তার আগে তিনি উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন করেন। মেলায় মোট ১৮টি স্টল রয়েছে। এই ১৮টি স্টল এর মধ্যে চাষির আদর্শ খামার বাড়ি, উদ্ভিদের বংশ বিস্তার, ভিলেজ ইনডোর নার্সারি, ফলের পুষ্টি মান, ভেষজ উদ্ভিদ ইত্যাদি স্টলও রয়েছে। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে মাল্টা, লিচু, আম ও লেবুর চারা বিতরণ করেন পরিবেশ ও বনমন্ত্রী।
তাছাড়া মন্ত্রী গতকাল বিকেলে জিয়ানগরে দুস্থ ও সুবিধা বঞ্চিতদের মাঝে বস্ত্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের চেক বিতরণ করেন।