News71.com
 Bangladesh
 25 Jun 16, 01:43 AM
 421           
 0
 25 Jun 16, 01:43 AM

বন্দুকযুদ্ধে নিহত শরীফুল ব্লগার হত্যায় জড়িতঃ স্বরাষ্ট্রমন্ত্রী

বন্দুকযুদ্ধে নিহত শরীফুল ব্লগার হত্যায় জড়িতঃ স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেন, বন্দুকযুদ্ধে নিহত শরীফুল ইসলাম হাদি মুকুল রানা নাম নিয়ে ব্লগার হত্যায় জড়িত ছিলেন। আজ শুক্রবার (২৪ জুন) নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের অনেক নাম থাকে। তেমনি মুকুল রানার শরীফুল ইসলাম ছাড়া আরও বেশ কয়েকটি নাম ছিল। এসব জঙ্গিরা একেকজন, একেক জায়গায়, একেক সময়, একেক নাম ধারণ করে।

তারা পুলিশের কাছে যখন যে নাম স্বীকার করে, তাই প্রকাশ করা হয়। এ সময় ইচ্ছাকৃতভাবে পুলিশ কোনো ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ সংঘটিত করেনি। কারণ, আমাদের মূল উদ্দেশ্য অপরাধীদের থেকে তথ্য নেওয়া এবং তাদের কর্মকাণ্ড নস্যাৎ করে দেওয়া। কাজেই কোনো ক্রসফায়ার আমাদের পুলিশ করেনি; বরং আত্মরক্ষা কিংবা তাকে ধরতে গিয়ে এ ধরনের ঘটনাগুলো ঘটেছে।

আসন্ন ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছিল বলে জানান মন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন