
নিউজ ডেস্কঃ আজ শুক্রবার (২৪ জুন) নিজ বাসভবনে সাংবাদিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, 'বিশেষ অভিযান সফল হওয়ায় ঈদ উদযাপন এবার নির্বিঘ্ন হবে। ঈদের ছুটিতে পুলিশি টহলের পাশাপাশি ব্যক্তিগতভাবে নিরাপত্তা জোরদার করা যেতে পারে।'
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে সমস্ত বাড়িতে সিসি ক্যামেরা লাগানো হয়নি, তারা যেন অবিলম্বে সিসি ক্যামেরা লাগিয়ে ফেলেন। কারণ এর ভালো ফল আমরা পেয়েছি। কারণ যে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা আছে, সেসব এলাকায় অপরাধ প্রবণতা অনেকখানি কমে গেছে।
তিনি আরো বলেন, ক্রসফায়ার আমাদের পুলিশরা করেনি। কারণ, আমাদের মূল উদ্দেশ্য হলো, তাদের থেকে তথ্য নেয়া এবং তারা যাতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে। কাজেই আমরা সেই জায়গাটিতেই বিশ্বাস করি। কাজেই কোনো ক্রসফায়ার আমাদের পুলিশ করেনি। বরং আত্মরক্ষা কিংবা তাকে ধরতে গিয়ে এ ধরনের ঘটনাগুলো ঘটেছে।