News71.com
 Bangladesh
 25 Jun 16, 01:38 AM
 435           
 0
 25 Jun 16, 01:38 AM

উত্তরায় লিফট ছিঁড়ে নিহত ৪

উত্তরায় লিফট ছিঁড়ে নিহত ৪

নিউজ ডেস্ক: রাজধানীর ‍উত্তরায় আলাউদ্দিন টাওয়ারের লিফটের রশি ছিঁড়ে ৪জন মৃত্যু বরন করেছে। একই ঘটনায় সেখানে আগুন লেগে আহত হয়েছেন অন্তত ১০ জন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক মোহাম্মদ আলী আহম্মেদ খান বলেন, লিফটের রশি ছিঁড়ে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, ‘বেজমেন্টে একটি নামাজের স্থান ছিল। লিফট ছিঁড়ে নিচে পড়লে নামাজের ঘরের দেয়াল ভেঙে যায়, তাতেই এসব হতাহতের ঘটনা। একই সময় আরও একজন আহত হন সেখানে।’ নিহতের মধ্যে ছিল ১জন নারী ও বাকি ২জন শিশু। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া একই ঘটনায় ১০ জন আহত হয়েছেন বললেন তিনি। আহত হওয়া এইসব ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ওই ঘটনায় লিফটে আগুন লেগে তা ছড়িয়ে পড়লে মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহান বলেন,আজ সন্ধ্যা ৬:৩০ মিনিটের দিকে ওই বহুতল ভবনের বেজমেন্টে লিফট থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ৭:৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়। কাজী শাহান বলেন, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের এসআই মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ৪ জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আগুনে তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে বলে চিকিৎসকরা বলেছেন।

তাদের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে। তারা হলেন, মাহমুদুল হাসান (৩৬), তার মেয়ে মাইসা (১০), মোস্তাকিম (৮ মাস)। চিকিত্সকের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, মাহমুদুলে হাসানের শরীরের ৮০ শতাংশ, মাইসার ৫৫ এবং মোস্তাকিমের ২৩ শতাংশ পুড়ে গেছে। তাদেরকে যে ব্যক্তি হাসপাতালে নিয়ে এসেছেন তার নাম সোহান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন