News71.com
 Bangladesh
 24 Jun 16, 01:12 PM
 379           
 0
 24 Jun 16, 01:12 PM

ভেড়ামারায় দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৬ জন।।

ভেড়ামারায় দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৬ জন।।

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু‍ইপক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ ও পাঁচজন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৪ জুন) সকালে উপজেলার চাঁদগ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, চাঁদগ্রামের মিনাজ পক্ষের খোশবার আলীর ছেলে সাইফুল (২৮), এনামুল পক্ষের একই গ্রামের নজরুল ইসলামের ছেলে পায়ে গুলিবিদ্ধ সোহাগ (২৫) ও এলাহী মালিথার ছেলে হাফিজুল ইসলাম (৩২)। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ভেড়ামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, পূর্ব বিরোধের জের ধরে মিনাজ পক্ষ ও সাবেক ইউপি সদস্য এনামুল পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

সংবাদ পেয়ে পুলিশ এসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এ ঘটনায় একজনকে আটক করা হয়ে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন