
নিউজ ডেস্কঃ বাংলাদেশ রেলওয়ের যাত্রী পরিবহন ক্ষমতা গত বছরের তুলনায় ১৮ হাজার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন রেলের মহাপরিচালক (ডিজি) মো. আমজাদ হোসেন। গতকাল সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান ।
ডিজি জানান, এ বছর মেইল, এক্সপ্রেস ও আন্তঃনগর মিলে মোট ৪৩ হাজার টিকিট প্রতিদিন বিক্রি করতে পারছি। গত বছর এ সংখ্যা ছিল ২৫ হাজারের মতো। যাত্রীদের সুবিধার্ধে এবার টিকিট কাউন্টার বাড়ানোর সঙ্গে সঙ্গে এগিয়ে আনা হয়েছে টিকিট বিক্রির সময়ও ।
এ প্রসঙ্গে ডিজি আমজাদ হোসেন জানান, গত বছরের চেয়ে ৪টি টিকিট কাউন্টার বাড়ানো হয়েছে। এর আগের বছরগুলোতে সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হতো। তাতে যাত্রীদের অনেক সমস্যা হতো। এ বছর সে কথা বিবেচনায় নিয়ে সকাল ৮টা থেকেই টিকিট বিক্রি শুরু করেছি। এতে যাত্রী সাধারণের সুবিধা হচ্ছে। তারা সেহরির পরপরই এসে লাইনে দাঁড়িয়ে যেতে পারছেন ।
তিনি জানান, এ বছর রেলের বহরে ৮০টি নতুন কোচ যুক্ত হচ্ছে। যার মধ্যে ভারত থেকে ৪০টি ইতোমধ্যে পাওয়া গেছে এবং ২০টি আসছে কিছুদিনের মধ্যেই। তাছাড়া ইন্দোনেশিয়া থেকে পাওয়া গেছে ৩৭টি এবং কিছু কোচ নিজস্ব অর্থায়নে মেরামত করা হয়েছে ।
বিভিন্ন প্রকল্প ও রাজস্ব খাত থেকে কিছু কোচ মেরামত হয়েছে তা ইতোমধ্যেই বহরে যোগ হয়েছে। ভারত থেকে ৪০টি কোচ ভারতীয় অর্থায়নে ইতোমধ্যেই পেয়েছি। আরও ২০টি অল্প কয়েকদিনের মধ্যে আসবে। তাছাড়া ৩৭টি কোচ পাওয়া গেছে ইন্দোনেশিয়া থেকে। সবগুলো কোচকে ঈদের আগে প্রস্তুত করে যাত্রী সাধারণের ব্যবহারের জন্য দেওয়া হবে। এছাড়া কিছু কিছু পুরনো ট্রেনের যাত্রী পরিবহন ক্ষমতাও বাড়ানো হয়েছে বলেও জানান রেলের ডিজি ।
উত্তরবঙ্গে চলাচলকারী কিছু ট্রেন যেমন সুন্দরবন, সিল্কসিটি, ধূমকেতু ট্রেনগুলো এবার নতুন ইঞ্জিন দিয়ে চালানোর কথা চিন্তা করা হচ্ছে। এতে করে এ ট্রেনগুলোর যাত্রী পরিবহন ক্ষমতা আগে যেখানে ৬শ’ ছিল তা ৯শ’ তে উন্নীত হবে। যাত্রীর চাহিদা অনুযায়ী কিছু কিছু ট্রেনে স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি ।
আগামী ২৫শে জুন প্রধানমন্ত্রী ‘সোনার বাংলা’ নামের একটি এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করবেন। সেটিও এ বছর যাত্রী পরিবহনে যোগ হচ্ছে বলে জানান ডিজি আমজাদ হোসেন ।