
নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরীর বড়বাড়ি এলাকায় গাজীপুর-ঢাকা রুটে চলাচলকারী একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আজ শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ সড়কে এই ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা উপস্থিত হয়ে বাসটির আগুন নেভায়। আগুনে বাসটির অধিকাংশ আসন পুড়ে গেছে।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সেলিম মিয়া বলেন,সকাল ৮টার দিকে বড়বাড়ি এলাকায় ঢাকা থেকে গাজীপুরগামী বাসটিতে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নেভানো হয়। আগুনে বাসের অধিকাংশ সিট পুড়ে গেছে।
তিনি আরও বলেন, বাসের ওয়ারিং থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে তা আসনগুলোতে ছড়িয়ে পড়ে।