
নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামাল হোসেনের (৩৬) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এরআগে সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার বিজয়নগর এলাকায় মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। নিহত মো. কামাল হোসেন লক্ষ্মীপুর সদর কোর্টে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায়।
এ ব্যাপারে লক্ষ্মীপুরের পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া রাত সাড়ে ১১টার দিকে পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, আহত পুলিশের এএসআই কামালকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।