News71.com
 Bangladesh
 24 Jun 16, 12:01 PM
 409           
 0
 24 Jun 16, 12:01 PM

চাঁপাইনবাবগঞ্জে বোমা বানাতে গিয়ে ৩জন আহত ।।

চাঁপাইনবাবগঞ্জে বোমা বানাতে গিয়ে ৩জন আহত ।।

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বোমা বানাতে গিয়ে বিষ্ফোরণে ৩জন গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে ১জনের অবস্থা আশংকাজনক । গতকাল রাত ১২টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মৃত ইয়াসিন আলীর ছেলে ৬নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ন আলী ওরফে হুমায়ন মেম্বারের বাড়িতে এ বিস্ফোরণ ঘটে ।

এ সময় হুমায়ন মেম্বার ও সুমনসহ অপর এক কারিগর আহত হয়। সে বহিরাগত হওয়ায় তার নাম পরিচয় জানা যায়নি। ঘটনার পর পরই গোপনে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, হুমায়ন মেম্বার স্থানীয় বিএনপি সমর্থক। সদর মডেল থানার ওসি (তদন্ত) সারওয়ার জাহান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন