
নিউজ ডেস্ক: কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় দুই ভাইয়ের পিটুনিতে ছালামতুল্লাহ বাবুল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খরুলিয়ার দরগাহ পাড়ায় এ ঘটনা ঘটে। একই এলাকার বাসিন্দা বাবুল একটি ডেভেলপার কোম্পানিতে কাজ করতেন।
নিহত ব্যক্তির স্ত্রী ভারুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সেলিনা ইয়াছমিন জানান, পৈত্রিক জমি নিয়ে তার ভাসুর আমানত উল্লাহ ও দেবর বেলায়েত উল্লাহর সঙ্গে তার স্বামীর বিরোধ ছিল।
তার স্বামী বিরোধপূর্ণ ওই জমিতে শ্রমিক নিয়োগ করলে আমানত উল্লাহ ও বেলায়েত উল্লাহ ও তাদের পরিবারের লোকজন শ্রমিকদের গালিগালাজ করে তাড়িয়ে দেন। ছালামত উল্লাহ এর প্রতিবাদ করলে তারা তাকে বেদম মারধর করেন। এতে করে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানস বড়ুয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।