
নিউজ ডেস্ক: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত ৩টা থেকে শুক্রবার ভোর ৪টার মধ্যে রাজধানীর দারুস সালাম মাজার রোড ও রমনা থানাধীন মৎস্য ভবন এলাকায় এ দু’টি দুর্ঘটনা ঘটে। নিহত কারো নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্প সূত্র জানায় রাত ৩টার দিকে দারুস সালাম মাজার রোডে কোনো গাড়ির ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে রাস্তায় পড়েছিলেন অজ্ঞাতপরিচয় এক তরুণী (২০)।
এ অবস্থায় হৃদয় নামে এক পথচারীসহ স্থানীয় কয়েকজন ওই তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, গভীর রাতে মৎস্য ভবন এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি আহত হন। খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, দু’জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।