
নিউজ ডেস্কঃ ব্যবসায়ী যশোদা জীবন দেবনাথের কাছে চাঁদার দাবিতে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
রাজধানীতে ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে, নয়তো মেরে ফেলা হবে বলে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয় তাকে।
গত বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থানায় প্রাণের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। জিডি নম্বর- ১৩৭৯।
আজ রাতে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম আযম।
তিনি জানান, যশোদাকে এর আগেও হুমকি দেওয়া হয়েছিল বলে উল্লেখ রয়েছে জিডিতে। এছাড়া দুই/তিনজন তার বাড়ির সামনে প্রতিনিয়ত মোটরসাইকেল নিয়ে মহড়া দেয় এবং বাসা থেকে বের হলে তার পিছু নেয় বলেও থানায় অভিযোগ করেছেন যশোদা।
এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। কারা তাকে হুমকি দিচ্ছে তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।
হুমকির বিষয়ে যশোদা জীবন দেবনাথ সাংবাদিকদের বলেন, আমি প্রিন্টিং প্রেসের ব্যবসা করি। বিভিন্ন ব্যাংকের চেক বই, রশিদ ছাপানোর কাজ করে থাকি। এই ব্যবসা করতে হলে আমাকে চাঁদা দিতে হবে। আর তা না করলে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। বেশ কিছুদিন ধরে কয়েকটি ছেলে আমাকে সারা দিন ফলো করছে। মোটরসাইকেল নিয়ে আমাকে অফিস পর্যন্ত অনুসরণ করে। এর আগে ফোনে চাঁদাও চেয়েছে। চাঁদা না দিলে আমাকে ও আমার সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়েছে তারা।
তিনি বলেন, তবে কারা এই হুমকি দিচ্ছে আমি জানি না। পুলিশকে জানিয়েছি পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে।