
নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তিনটি গ্রামে পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ জন এবং সদর উপজেলায় ২ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আসামপুর গ্রামের আব্দুল খালেক (২৮) হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান। এর আগে সকালে সদর উপজেলার কাঠইর ইউনিয়নের শাখাইতি গ্রামের ফখরুল ইসলাম (১১) এবং একই উপজেলার গেৌরারং ইউনিয়নের খায়রুন নেসা (১৩) বাড়ির সামনে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
বজ্রাঘাতে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কাঠইর ইউনিয়নের চেয়ারম্যান মো. শামছুল ইসলাম, গৌরারং ইউনিয়নের চেয়ারম্যান মো. ফুল মিয়া এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ মিয়া বজ্রপাতে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।