News71.com
 Bangladesh
 24 Jun 16, 01:02 AM
 425           
 0
 24 Jun 16, 01:02 AM

ময়মনসিংহে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য পুরস্কৃত হলেন ১০ পুলিশ কর্মকর্তা ।।

ময়মনসিংহে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য পুরস্কৃত হলেন ১০ পুলিশ কর্মকর্তা ।।

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য ১০ পুলিশ কর্মকর্তাসহ ৩ চৌকিদারকে পুরস্কৃত করা হয়েছে। আজ দুপুরে পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এ সব পুলিশ কর্মকর্তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন ।

পুরস্কৃত পুলিশ কর্মকর্তারা হলেন- কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম (শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক), একই থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার শাকের আহমেদ (শ্রেষ্ঠ এসআই), নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম (শ্রেষ্ঠ এসআই), শেরপুর জেলার গোয়েন্দা কর্মকর্তা (ওসি/ডিবি) ফজলে এলাহী (শ্রেষ্ঠ ডিবি অফিসার), নেত্রকোণা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান, জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাদরুল হাসান খান, শেরপুর সদর ট্রাফিকের সার্জেন্ট রুবেল মিয়া, নেত্রকোণার বারহাট্রা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মো: শহীদুল ইসলাম, নেত্রকোণার ডিএসবি’র সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম, নেত্রকোণার আইসিটি শাখার কনস্টেবল আবুল হোসেন ।

এছাড়া নেত্রকোণা জেলার চল্লিশা ইউনিয়নের দফাদার সিরাজুল ইসলাম, ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া ইউনিয়নের দফাদার রাম গোপাল ও জামালপুরের দফাদার ফজলুল হক। এ সময় পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আক্কাছ উদ্দিন ভূঁইয়া, জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন